রবিবার ২০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | Diwali: ‌‘‌জাগরী’‌র বিশেষভাবে সক্ষম শিশুদের বানানো প্রদীপ পাড়ি দিল ডেনমার্কে

Rajat Bose | ১০ নভেম্বর ২০২৩ ০৪ : ১৬Rajat Bose


পল্লবী ঘোষ:‌ বাংলার উঠোনেই ছড়িয়ে কত তারা। সব তারার দ্যুতি ঝলমলে নয় বলে অনেকেরই চোখে পড়ে না। তবে সেই তারারাও আলো ছড়ায় অনেকের জমিতে। গোবরডাঙার ‘‌জাগরী’‌র বিশেষভাবে সক্ষম খুদে নক্ষত্ররা তেমনই। তাদের বানানো প্রদীপ এবারও পাড়ি দিল বিদেশে। দীপাবলিতে আলো ছড়াবে প্রবাসী বাঙালিদের বাড়ির উঠোনে। 
২০১৫ সাল। পেশায় শিক্ষিকা অমৃতা মুখার্জি নিজের দায়িত্বে বিশেষভাবে সক্ষম শিশুদের থেরাপির ব্যবস্থা শুরু করেন। তাঁর একমাত্র সন্তান বুরুন ডাউন সিনড্রোমে আক্রান্ত। সন্তান জন্মানোর কয়েক মাসের মাথায় সেটি টের পান অমৃতা। সেই থেকে শুরু লড়াই। বুরুনকে সাধারণ শিশুদের মতো বড় করে তুলতে চান অমৃতা। বুরুনের মতো শিশুদের কথা মাথায় রেখেই শুরু ‘‌জাগরী’‌র পথচলা। জীবনের এই নতুন অধ্যায়ে অমৃতা পাশে পেয়েছেন পরিবারের সদস্য, পরিজন এবং প্রিয়বন্ধু সূরজ চক্রবর্তীকে। 
অমৃতার কথায়, ‘‌জাগরী’‌র বিশেষভাবে সক্ষম শিশুদের মধ্যে কেউ অটিস্টিক, কেউ ডাউন সিনড্রোম, কেউ সেরিব্রাল পলসির। কিন্তু প্রতিবন্ধকতা জয় করে জীবন কীভাবে আলোক অভিসারী হয়, সেটাই ‘‌জাগরী’‌তে শেখানো হয়। তথাকথিত থেরাপির পাশাপাশি চলে ডান্স ক্লাস, মিউজিক ক্লাস।’‌ অমৃতা জানালেন, ‘‌অতিমারির আগে ১০০ জন শিশুর থেরাপি চলত ‘‌জাগরী’‌তে। বর্তমানে ৪৫ থেকে ৬০ জন শিশু আসে। থেরাপির পাশাপাশি সারাবছর নানা ধরনের অ্যাক্টিভিটিতে
 যুক্ত করানো হয় তাদের। যেমন দীপাবলির জন্য রঙবেরঙের মাটির প্রদীপ তৈরি করা হয় এখানে। এই প্রদীপ তৈরি করা থেকে রঙ করা, সবটাতেই ওতপ্রোতভাবে জড়িত থাকে বিশেষভাবে সক্ষম শিশুরা ও তাদের অভিভাবকরা। কয়েকবছর আগেই এই প্রয়াস শুরু করেছি আমরা। যত দিন যাচ্ছে, ততই দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সাড়া ফেলছে ‘‌জাগরী’‌র শিশুরা।’‌ 
চলতি বছরে ডেনমার্ক, বাংলাদেশে পৌঁছে গেছে বিশেষভাবে সক্ষম শিশুদের হাতে রঙ করা মাটির প্রদীপ। দেশের মধ্যে দিল্লি, নয়ডা, গুরুগ্রাম, আহমেদাবাদ, বেঙ্গালুরুতেও পৌঁছেছে। অমৃতা জানালেন, ‘‌দীপাবলির দু’‌মাস আগে থেকে প্রস্তুতি শুরু হয়। যা ঘিরে তুমুল উত্তেজনা কাজ করে সকলেরই মধ্যে। তবে শুধু দীপাবলি নয়, বছরভর ‘‌জাগরী’‌তে তৈরি সামগ্রী বিদেশের বহু বাঙালি সংগঠন কেনে। এই ধরনের জিনিস বিক্রি করে যা লাভ হয়, তা সংস্থার কাজেই ব্যয় করা হয়। কারণ সেভাবে কোনও ফান্ড আমরা পাই না। কাছের বন্ধুরা পাশে থাকেন। তাঁদের সহায়তাতেই ‘‌জাগরী’‌র পথচলা।’‌ 




নানান খবর

নানান খবর

মমতা প্রশাসনেই আস্থা ধুলিয়ানবাসীর, বাড়ি ফিরলেন সমস্ত ঘরছাড়ারা, বন্ধ মালদহের ত্রাণ শিবির

মন্দির উদ্বোধনের আগেই দিঘার সমুদ্রে ভেসে এলেন জগন্নাথ দেব, সৈকতনগরী জুড়ে চাঞ্চল্য

নৃশংস, দোকানে ঢুকে নাবালকের গায়ে ফুটন্ত দুধ ঢেলে দিলেন বিজেপি নেতা! বর্ধমানে হইহই কাণ্ড

বিনামূল্যে চেক-আপ করালেন সাধারণ মানুষ, সাংসদ রচনা ব্যানার্জির উদ্যোগে আয়োজিত হল স্বাস্থ্য শিবির

একাই হয়ে দাঁড়িয়েছিল মাথাব্যথার কারণ, পুলিশের জালে কুখ্যাত বাইক চোর ‘বালুসা’

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

দিনহাটায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাশকতার ছক নাকি অন্য কোনও উদ্দেশ্য?

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল!‌ তা নিয়ে দু’‌পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা

সোশ্যাল মিডিয়া